সাভারে নারীর হাত-মুখ বাঁধা বস্তাবন্দি লাশ
ঢাকার সাভার পৌর এলাকায় হাত ও মুখ বাঁধা অবস্থায় এক নারীর (২৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ওই নারীর শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়ার দাগও রয়েছে।
আজ শনিবার সকালে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লার মৃত রমজান মোল্ল্যার জমির দেয়ালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে জামসিং মহল্লায় বস্তাবন্দি অবস্থায় ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর লাশ গুমের উদ্দেশে হাত ও মুখ বেঁধে বস্তাবন্দি করে ফেলে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে এক মেয়ে শিশুর হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করার পর আজ আবারও নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করল পুলিশ।
এসব ঘটনায় ওই এলাকার স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।