সাভারে ৭ ট্যানারিতে অভিযান, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরীতে পরিবেশ দূষণের দায়ে অভিযান চালিয়ে সাতটি ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।
গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ট্যানারিগুলো হলো সিটি লেদার, ইউসুফ ব্রাদার্স টেনারিজ, সাথী লেদার, গ্রেট ইস্টার্ন ট্যানারি, বাংলা ট্যান লেদার প্রডাক্টস, ফেনী লেদার ও পূবালী ট্যানারি।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পাশের ধলেশ্বরী নদী দূষণ করায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হয়।
এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করেন।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রবিউল আওয়াল খান, হায়াত মাহমুদ রকিব ও পরিদর্শক প্রতীক ইসলাম উপস্থিত থেকে সার্বিক সহায়তা দেন।
অপরদিকে আজ বিকেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকার ধামরাইয়ের ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ধামরাইয়ের সুতিপাড়া ও গোপালকৃষ্ণপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।