সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বাংলাদেশে ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি ও জনতার বিপ্লবের স্মরণে এই দিনটি পালিত হয়। এ বিষয়ে এনটিভির প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট।
মোংলা থেকে আবু হোসাইন সুমন জানান, মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় পৌর শহরের মাদ্রাসা রোডের পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে শুরু হয় আলোচনা সভা। এ সময় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী। পৌর বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, জেলা যুবদলের সদস্য মো. আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি কমলা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা বেগম, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব গোলাম মোস্তফা, পৌর তাঁতী দলের আহ্বায়ক হাজী আলম ও থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব জাকির হোসেন।
জয়পুরহাট থেকে শাহজাহান সিরাজ মিঠু জানান, জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
গাজীপুর থেকে নাসির আহমেদ জানান, গাজীপুরে আজ সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মহানগর বিএনপি। আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার।
নারায়ণগঞ্জ থেকে নাফিস আহমেদ জানান, জাতীয় বিপ্লবের সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা করেছে মহানগর বিএনপি। আজ সোমবার ৭ নভেম্বর সভায় বক্তারা বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনীতির বেহাল দশার কারণে সরকার জনগণের আস্থা হারিয়েছে। পরে বিকেলে নগরীর মিশর পাড়া এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা সাইফুর রহমান জানান, আজ সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও রাসিক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘সামনে আরেকটি বিপ্লব হাতছানি দিচ্ছে। তারেক রহমান তাঁর নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছেন। এবার বিজয়ের পতাকা আমাদের নেতা তারেক রহমানকে নিয়েই আনা হবে। বাংলাদেশের ফয়সালা আগামীদিনে রাজপথেই হবে।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতিকে নতুন করে মুক্ত করে দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ লড়তে জানি, হাসিমুখে মরতে জানি। বারবার সেটা প্রমাণ করে গেছে আমাদের পূর্বপুরুষরা।’
বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাসুদুল হাসান খানের (মুক্তা)। এ ছাড়া ফোরামের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকি, বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন৷
নড়াইল থেকে এম মুনীর চৌধুরী জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু প্রমুখ।
নেত্রকোনা থেকে ভজন দাস জানান, ‘সিপাহি জনতা ভাই ভাই, স্বৈরাচারের রক্ষা নাই’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
আজ সোমবার জেলা বিএনপির আহ্বায়কের জয়নগরস্থ রাজনৈতিক কর্যালয়ে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সভায় আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় বক্তব্য দেন। বক্তারা ৭ নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীনতা রক্ষায় আবার সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ময়মনসিংহ থেকে আইয়ুব আলী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি। আজ সন্ধ্যায় নতুনবাজারের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এবং দুপুরে মহানগর বিএনপি সমাবেশ করে। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, শুক্কুর মাহমুদ ববি, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আমজাত আলী, এ কে এম মাহবুব আলম প্রমুখ।