সিরাজগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ৪৭ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জে ইউপি সদস্য জহুরা বেগমের বাড়ি থেকে গতকাল সোমবার রাতে ভিজিডির ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য জহুরা বেগমের বাড়ি থেকে ৪৭ বস্তা সরকারি (ভিজিডি) চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। খাসপুকুরিয়া ইউপিসংলগ্ন বাড়ি থেকে গতকাল সোমবার রাতে ওই চাল উদ্ধার করা হয়।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য জহুরা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের মধ্য থেকে ভিজিডির মোট ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট এক হাজার ৪১০ কেজি চাল ছিল।