সিরাজগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বজ্রবালা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বজ্রবালা গ্রামের নজরুল মহুরীর ছেলে সোহেল রানা ( ৩৭) ও আলম মিয়ার ছেলে জাহিদুল (৩৫)।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন, বজ্রবালা গ্রামে একটি ধানের চাতালে কাজ করছিলেন সোহেল রানা ও জাহিদুল ইসলাম। বিকেলে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলে তাঁরা দুজনেই চাতালের খোলা ঘরে আশ্রয় নেন। এ সময় চাতালের খোলা ঘরে প্রচণ্ড শব্দে বজ্রপাত পড়লে তাঁরা দুজনে মারা যান। পরে স্থানীয়রা তাঁদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।