সিরাজগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রাম ও বাঙ্গলা ইউনিয়নের মোড়দহ গ্রামে এ ঘটনা দুটি ঘটে।
মৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লাল চাঁদ প্রামানিকের ছেলে ভ্যানচালক আব্দুল আলীম (৩৫) এবং বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (২৫)।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর লিটন জানান, রাত ৮টার দিকে আব্দুল আলীম ভ্যান নিয়ে হাওড়া থেকে বড়পাঙ্গাসীর দিকে যাচ্ছিল। তিনি কাশেম সেতুর কাছে পৌঁছালে বজ্রপাতে মারা যান।
অপরদিকে, বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা জানান, রাতে সেলিম রেজা জমি থেকে ধান নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। তিনি সিমলা বাজার এলাকায় পৌঁছালে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।