সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রায়গঞ্জের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু বেগম (৩০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, বগুড়া থেকে রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। যানটি ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন এ্যাম্বুলেন্স চালক।