সিরাজগঞ্জে ভুল অপারেশনে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভুল অপারেশনে উম্মে হাদি (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত উম্মে হাদি উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মতিয়ার আলীর মেয়ে।
গতকাল সকালে উম্মে হাদিকে টনসিলের অপারেশনের জন্য কেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাতে ভুল অপারেশন করার কারণে তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করে।
কেয়ার হাসপাতালের মালিক লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টা সবার সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে। এটা নিয়ে নিহত পরিবারের আর কোনো অভিযোগ নেই।’
অপারেশনকারী চিকিৎসক সৈয়দ ছানাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ওই রোগীর শ্বাসকষ্ট ও হার্টের সমস্যার থাকার কারণে মারা যেতে পারে। আমরা চেষ্টা করছি, কিন্তু রোগীকে বাঁচাতে পারিনি।’
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, উম্মে হাদির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে কেয়ার হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।