সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, চাপ বাড়ছে শহর রক্ষা বাঁধে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটে পানি উঠে পড়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করায় চাপ বাড়ছে শহর রক্ষা বাঁধে। বিপদ এড়াতে বাঁধটির ধসে যাওয়া অংশে আবারও বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টেও।
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ সব এলাকার বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও ফসলি জমিতে পানি উঠে পড়েছে। অনেকেই বসতবাড়ি রেখে অন্যত্র আশ্রয় নিয়েছে।