সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৩
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে পৃথক দুর্ঘটনার একটি ঘটে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অপরটি শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায়। এ দুর্ঘটনায় আহত হয়েছে সৌরভ ও মিজানুর নামের আরও দুজন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওয়ালীপুর গ্রামের সুরুতজামান তালুকদারের ছেলে সেনাসদস্য ইমরান হোসেন (২১) ও শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার সৈয়দ আলী মেম্বারের ছেলে আনোয়ার হোসেন (৪৮)।
নিহতদের মধ্যে সেনাসদস্য ইমরান হোসেন ও অজ্ঞাত পরিচয় এক পাগলের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এম মোসাদ্দেক হোসেন বলেন, ‘সেনাসদস্য ইমরান হোসেন গতকাল মঙ্গলবার রাতে বান্দরবান থেকে ছুটি নিয়ে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে তাঁর বোনের বাড়িতে বেড়াতে যান। আজ সন্ধ্যার আগে মোটরসাইকেলে তাঁর দুই ভাগিনাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়ানোর উদ্দেশে বের হন। পথে কোনাবাড়ীতে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সেনাসদস্যসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেনাসদস্য ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘এছাড়া সকালে এই মহাসড়কে একটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক পাগলের মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘আনোয়ার হোসেন একটি দুগ্ধ শীতলীকরণ কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি সন্ধ্যার দিকে তাঁর কর্মস্থল শাহজাদপুর উপজেলার নলুয়া এলাকায় যাচ্ছিলেন। তিনি ঢাকা-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।