সুজানগর পৌর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
অবশেষে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। উচ্চ আদালতের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নির্বাচন কমিশন আগামী ৩০ জানুয়ারি ওই পৌরসভার ভোটগ্রহণের ঘোষণা দেয়। সেইসঙ্গে ১৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপণ সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রওশন আলীর কাছে ই-মেইলে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলী প্রজ্ঞাপণের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ওই পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বর্তমান পৌর মেয়র আব্দুল ওহাব পৌরসভার বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট করেন। আদালত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর ওই পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।
এদিকে, রাষ্ট্রপক্ষের আইজীবী ওই স্থগিতাদেশ খারিজের জন্য উচ্চ আদালতের আপিল বেঞ্চে আবেদন করেন। গত ৩ জানুয়ারি আবেদনের শুনানি শেষে আদালত নির্বাচন স্থগিতাদেশের রিট খারিজ করে দেন।
নির্বাচন কমিশন ওই স্থগিতাদেশ খারিজের পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগের তফসিলের অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত রাখে। তৃতীয় ধাপের তফসিলে আগামী ৩০ জানুয়ারি উক্ত পৌরসভার ভোটগ্রহণ এবং ১৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, সুজানগর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রেজা এবং বিএনপি মনোনীত সাবেক মেয়র কামরুল হুদা কামাল বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জনসহ মোট ৪৪ জন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।