সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
মো. জাহাঙ্গীর কবির নামের এক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মো. জাহাঙ্গীর কবিরের বয়স হয়েছিল ৫৯ বছর। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল থেকে এসব তথ্য জানা গেছে।
জাহাঙ্গীর কবির গত ১১ জুন সৌদি আরবে মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাঁর মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশির সৌদি আরবে মৃত্যু হলো।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে সাত হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে ১৯টি হজ ফ্লাইট গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস পাঁচটি এবং ফ্লাইনাস তিনটি ফ্লাইটে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালন করা হতে পারে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।