স্কুলছাত্রী অপহরণ মামলায় সময় টিভির সাংবাদিক কারাগারে
বরগুনায় নবম শ্রেণির এক সনাতন ধর্মাবলম্বী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার সময় টেলিভিশনের বরগুনার স্টাফ রিপোর্টার এম এ আজিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
এ মামলার অপর দুই আসামি হলেন- আজিমের বন্ধু গ্রাফিক্স ডিজাইনার শুভ সেন (২৬) এবং একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু (২৬)।
এর আগে গত শুক্রবার রাতে কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগে বরগুনা সদর থানায় সাংবাদিক আজিমসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন মেয়েটির বাবা। গতকাল শনিবার ভোরের দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকার একটি হোটেল থেকে আজিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি করে পুলিশ।
এ বিষয়ে আজিমের আইনজীবী জুনায়েদ জুয়েল বলেন, আজ রোববার সকালে আজিমের জামিনের জন্য বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলাম। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তাই আমরা জেলা ও দায়রা জজ আদালতে আজিমের জামিন আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছি।'