স্বাধীনতা সড়কের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত : এলজিআরডি মন্ত্রী
মেহেরপুরের মুজিবনগরের ‘স্বাধীনতা সড়ক’ এর সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ঐতিহাসিক ঘটনার আবেগ জড়িত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শনিবার স্বাধীনতা সড়ক উদ্বোধনের শেষ প্রস্তুতি দেখতে গিয়ে এলজিআরডি মন্ত্রী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের স্বাধীনতা সড়ক মুজিববর্ষের অর্জন। সড়কটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’
মন্ত্রী বলেন, ‘নির্মাণকাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সড়কটি। ২৬ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী সড়কটির উদ্বোধনের ক্ষণ নির্ধারণ করলে ভার্চুয়ালি এর উদ্বোধন করা হবে।’
এর আগে দুই মন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।