স্বামী বলছেন নিখোঁজ, ভাইয়ের দাবি খুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/03/m8cam4wu.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় খাদিজা বেগম (৩২) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন স্বামী। অপরদিকে ওই গৃহবধূর চাচাতো ভাই তাঁর বোনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
আজ সোমবার সকালের দিকে উপজেলার শরীফপুর গ্রাম থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূ খাদিজার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন খাদিজার স্বামী সোহেল, শ্বশুর হুমায়ন কবীর এবং শাশুড়ি হেলেনা বেগম।
পুলিশ ও ওই গৃহবধূর স্বজনরা জানায়, খাদিজা গতকাল রোববার বিকেলে তাঁর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদরের চিলোকুট গ্রামে বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যায় স্বামীসহ নিজ বাড়িতে ফিরে আসেন। আজ সোমবার ভোরের দিকে খাদিজা কাউকে না জানিয়ে নিখোঁজ হয়ে যান বলে দাবি করেন খাদিজার স্বামী মোহাম্মদ সোহেল। খোঁজাখুঁজি করে খাদিজাকে না পেয়ে বিষয়টি তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে জানান।
খবর পেয়ে খাদিজার বাবার বাড়ির লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন এবং খাদিজা না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরের কাছে কিছু চুল এবং রক্ত দেখতে পায়। সেগুলো আলামত হিসেবে সংগ্রহ করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে খাদিজার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে খাদিজার চাচাত ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার বোন গতকাল আমাদের বাড়িতে এসে সুস্থ অবস্থায় শ্বশুরবাড়ি ফিরে গেছেন। খাদিজকে খুন করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন এখন নিখোঁজ বলছেন।’
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাঁর বোনকে উদ্ধার করার জন্য জোর দাবি জানান জসিম উদ্দিন।
এ ব্যাপারে সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘খাদিজ নিখোঁজ না খুন হয়েছেন তা তদন্ত করার পর বলা যাবে। তবে আমরা কিছু আলামত পেয়েছি। এ আলামতের ভিত্তিতে তদন্ত চলছে। আমি আশা করছি দ্রুত এ রহস্যের জট খুলতে পারব। যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’