স্বাস্থ্যসচিব আবদুল মান্নান করোনায় আক্রান্ত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েল সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম প্রধান বলেন, ‘কয়েকিদিন আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তিনি পরীক্ষা করান। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ তিনি উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শারীরিক চেকআপের জন্য গেছেন বলে শুনেছি।’
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গত বছর ১৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের স্ত্রী কামরুন নাহার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে কয়েকদিন ধরে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় হাজার ৮৩০ জন জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছর দেশে করোনা শনাক্ত হওয়ার পর এটিই একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। এর আগে গতকাল বৃহস্পতিবার ছয় হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল,যেটি ছিল সর্বাধিক। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫০ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয় হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। গত বছরের ৩০ জুন একদিনে সর্বাধিক ৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।