স্যার আবেদ বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন : ড. ইউনূস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/22/abed-yunus.jpg)
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি শুধু ব্যবসাকে নয়, বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করেছেন। তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে। তিনি মিশে থাকবেন বাংলাদেশের অস্তিত্বে।’
আজ রোববার দুপুরে ঢাকার আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা শেষে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষের প্রায় সবাই কোনো না কোনোভাবে আবেদের সঙ্গে জড়িত।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমি আশা করি, আবেদ চলে যাওয়ার পর ব্র্যাকের সবাই তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে টিকিয়ে রাখবেন এবং আরো বড় করবেন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (ফজলে হাসান আবেদ) একজন অসাধারণ মানুষ। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো এই শূন্যতা সহজে পূরণ হবে না। একেবারে এক পিস ছিলেন তিনি। তাঁর তুলনা তিনি নিজেই। তিনি ছিলেন একেবার প্রচার বিমুখ। নীরবে বাংলার তৃণমূল পর্যন্ত তাঁর সেবামূলক কর্মকাণ্ডকে পৌঁছে দিয়েছেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্রামীণ বাংলাদেশ ও তার অর্থনীতির যে পরিবর্তন, আমাদের সামাজিক অবস্থার যে পরিবর্তন, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে তাঁর যে অনন্য অবদান, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তাঁর (ফজলে হাসান আবেদ) যে অবদান তা আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থাকে বদলে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় অবদান রাখতে সাহায্য করেছে বলে আমি মনে করি।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেমন বলেন, ‘স্যার আবেদ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন। খুব খারাপ লাগছে তাঁর জন্য। তিনি নিশ্চয়ই পরপারে ভালো থাকবেন। সাধারণ থেকে অসাধারণ সব মানুষের দোয়া থাকবে স্যারের জন্য।’
ঢাকা উত্তর সিটি করপোরেনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশের ব্র্যান্ডিং করেছেন স্যার ফজলে হাসান আবেদ। তিনি সারা জীবন মানুষের উন্নয়নে কাজ করেছেন। আজ তিনি আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর অবদান বেঁচে থাকবে সারা জীবন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলুক, সেই কামনা করি।’
আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও জানাজা শেষে স্যার ফজলে হাসান আবেদকে বনানী কবরস্থানে স্ত্রী আয়েশা হাসান আবেদের কবরে দাফন করা হয়।
এর আগে আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হয়। সেখানে আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ শ্রদ্ধা জানাতে অপেক্ষায় ছিলেন। এত বেশি সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন যে সবার শ্রদ্ধা জানানো শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।
প্রথমে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে মরদেহে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এরপর আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।