হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/06/111.jpg)
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক এক বিবৃতিতে হাবিবুর রহমান মোল্লার আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ ও আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
আজ বুধবার সকাল ৯.৫০ মিনিটে স্কয়ার হাসপাতালে মারা যান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। তিনি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে ওই আসন থেকে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হারলেও নির্বাচন কমিশনের সীমা পুনর্নির্ধারণের কারণে তাঁর এলাকা ঢাকা-৫ আসন হয়ে যায়। পরে ২০০৮ সালে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পুনরায় জয়ী হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।
৭৮ বছর বয়সী হাবিবুর রহমান মোল্লা জাতীয় সংসদের চার বারের সংসদ সদস্য ছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।