হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুন, নিভল ভেজা কম্বলে

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউনিটে থাকা হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিনে বৈদ্যুতিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে দাবি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের। গতকাল সোমবার রাত ১০টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে।
তেজগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তোজাম্মেল আজ মঙ্গলবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘হাই-ফ্লো নজেল ক্যানোলা মেশিন থেকে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন ভেজা কম্বল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।’
মো. তোজাম্মেল আরও বলেন, ‘আইসিইউ ইউনিটটি হাসপাতালের পঞ্চম তলায়। হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অক্সিজেন আইসিইউ থেকে রাত ১০টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত। প্রায় সঙ্গে সঙ্গেই উপস্থিত লোকজন ভেজা কম্বল দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়—ইউনিটের ভেতরে হালকা ধোঁয়া ছিল। আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যায়। এরপর আমরা গিয়ে ধোঁয়া অপসারণে কাজ করি।’
‘এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকী ইউনিটেও তেমন কোনো ক্ষতি হয়নি। সবকিছু প্রায় ঠিকঠাক আছে। কোনো মেশিনেরও কোনো ক্ষতি হয়নি,’ যোগ করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. তোজাম্মেল।