‘হিরো আলমকে যারা জিরো বানাতে আসবেন, তারা নিজেরাই জিরো হয়ে যাবেন’
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম অবশেষে এলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে। জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি হিরো আলমকে প্রার্থী করেছিল বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, লাইভে সেই বক্তব্যকে ‘ঘৃণ্য মন্তব্য’ দাবি করলেন তিনি।
হিরো আলম বলেন, ‘হিরো আলমকে যারা জিরো বানাতে আসবেন, তারা নিজেরাই জিরো হয়ে যাবেন। আমার ভোটের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে।’
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক ফেইজে এসে হিরো আলম এসব কথা বলেন।
এর আগে ঢাকার কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে।’
হিরো আলম আরও বলেন, ‘আমাকে আমার এলাকার জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। সরকারের লোকেরা গণনায় ওলটপালট করে আমাকে হারিয়ে দিয়েছে। আমি পুনরায় ভোট গণনার জন্য উচ্চ আদালতে আবেদন করব।’
ওবায়দুল কাদেরের বক্তব্যে তীব্র সমালোচনা করে হিরো আলম বলেন, ‘গত কয়েকদিন ধরে কিছু দল আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলছে। আজ দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। আমি বলব, হিরো কখনো জিরো হয় না। হিরোকে যে বা যারা হারাতে আসে, তারাই জিরো হয়ে যায়। হিরো আলমকে প্লান করে হারিয়ে দেওয়া হয়েছে।’