হিলিতে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
দিনাজপুরের হিলিতে ইয়াবা পাচারের অভিযোগে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। হাকিমপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন অটোরিকশার চালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের আরিফ হোসেন মুন্না (২৫), একই গ্রামের আকাশ হোসেন (২৩) ও কালু শেখ (৩০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে অটোরিকশার মাধ্যমে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ বাংলাহিলি বাজারে অবস্থান নেয়। এ সময় অটোরিকশাটি কাছাকাছি এলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৪৫০ পিস ইয়াবা জব্দ এবং অটোচালক আকাশ ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তিতে পরে ইয়াবার মালিক কালু শেখকে নামের অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।