১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/08/ur.jpg)
বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার বরিশালে জানাজা শেষে সাহান আরাকে মুসলিম গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন। স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।