২ খুনের দায়ে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ময়মনসিংহে অটোরিকশা ও রিকশাচালক খুনের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া আজ রোববার (২৩ এপ্রিল) দুপুরে তাঁর নিজ কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার করা আসামিরা উভয় খুনের ঘটনার কথা স্বীকার করেছেন। ছিনতাইয়ের উদ্দেশে তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী রিকশা ভাড়া করে কৌশলে তাঁদের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যান। পরে একই ছুরি দিয়ে অটোরিকশাচালক ও রিকশাচালককে হত্যা করে তাঁদের সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেন।
পুলিশ সুপার জানান, ঈদের দিন গতকাল শনিবার ভোরে সদর উপজেলার দাপুনিয়া এলাকার চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫) ও একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমানকে (৫১) শহরের গোহাইলকান্দি ও জুবলীঘাট এলাকায় নিয়ে হত্যা করেন গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী।
পুলিশ আরও জানায়, আসামি অনন্ত কুমার দের নামে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ছাড়া তিন জনের বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ, পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন, উপপরিদর্শক (এসআই) নিরুপম সাহা, শাহ মিনহাজ উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন চন্দ্র সাহা।