৪০০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ যুবলীগ চেয়ারম্যানের সহধর্মিণীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন যুবলীগের চেয়ারম্যানের সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী। ছবি : এনটিভি
ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার হাজার গরিব অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে গরিব অসহায় মানুষের মধ্যে তিন হাজার ২০০ পিচ শাড়ি ও ৮০০ পিচ লুঙ্গি বিতরণ করেন নাহিদ সুলতানা যূথী।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ রাশেদ ইউসুফ জুয়েল, যুবলীগনেতা রাসেল, আলিফ বিন সুফল, মামুন প্রামানিক।
অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষদের ঈদের শুভেচ্ছা জানান।