৪২তম বিসিএসে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার চিকিৎসক
৪২তম বিসিএসের (বিশেষ) ফল প্রকাশিত হয়েছে। বিশেষ এ বিসিএসে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২ জন। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে দুই হাজার।
আজ সোমবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসির পরীক্ষা নিযন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০-এর লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ সরকার কর্ম কমিশনের অনুমোদন অনুযায়ী প্রকাশ করা হলো। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ছয় হাজার ২২ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে যেকোনো বিধিসম্মত কারণে সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকার কর্ম কমিশন সংরক্ষণ করে।