মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/20/photo-1482228863.jpg)
মৌলভীবাজার শহীদ দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জেলা মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা। ছবি : এনটিভি
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ২০ ডিসেম্বর মৌলভীবাজারে পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। এর পর থেকে মৌলভীবাজারে এই দিনটি স্থানীয় শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরণে নিহত ২৪ জন মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানায়। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।