গর্তে ব্রেক করে উল্টে গেল ট্রাক, ইজিবাইকের ৩ জন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/20/photo-1482245360.jpg)
কুষ্টিয়া শহরে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার প্রবেশ মুখ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সড়কের গর্তে ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে পাশের চলমান ইজিবাইককে চাপা দেয়। ট্রাকের নিচে পড়ে ইজিবাইকের চালক ও দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাকচালক কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামের মাশরুল ইসলাম। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ঘটনাস্থলেই পড়ে আছে। ট্রাকচালকের সহকারী পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।