এবার জিয়ানগরের ইউএনও প্রত্যাহার
বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সঙ্গে একমঞ্চে অবস্থান করায় ব্যাপক সমালোচনার মধ্যেই এবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
আজ বুধবার জাকির হোসেনকে জিয়ানগর থেকে বরগুনার বামনা উপজেলায় বদলি করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ।
তবে কী কারণে এই তাৎক্ষণিক বদলি হয়েছে সে বিষয়ে কিছুই বলেননি জেলা প্রশাসক। এ ব্যাপারে কোনো আদেশের কপি তিনি এখনো হাতে পাননি বলে জানান।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ ও মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা এবং পুরস্কার তুলে দেন সাঈদীপুত্র জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ সময় প্যারেডে সালাম গ্রহণ মঞ্চে মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক, ইউএনও মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
এ ছবি মাসুদ সাঈদী তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে মন্তব্য করেন। এরপর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীপুত্রের অতিথি হওয়া ও মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেওয়াকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধকে অপমান বলে আখ্যায়িত করেছেন সমালোচনাকারীরা।
এ ঘটনার দুদিন পর ইন্দুরকানী থানার ওসি মো. মিজানুল হককে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।