জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/23/photo-1482494745.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আদাবাড়ি গ্রামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্বামী ঝুট ব্যবসায়ী বাবু সরকারকে আটক করেছে।
নিহত গৃহবধূর নাম তানজিলা বেগম। তিনি পাঁচবিবির মাতাশ মঞ্জিল গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে। আটক স্বামী বাবু সরকারের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর গ্রামে। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করার সময় তানজিলার সঙ্গে ঝুট ব্যবসায়ী বাবু সরকারের পরিচয় ও প্রেম হয়। একপর্যায়ে তাঁদের বিয়ে হয়। বাবু সরকার পাঁচবিবি উপজেলার আদাবাড়ী গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে স্ত্রী নিয়ে বসবাস করতে থাকেন। তবে বিয়ের পর থেকে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত।
এমন অবস্থায় বাবু সরকার গোপনে সেই বসতবাড়িসহ তাঁর জমি বিক্রি করে গাজীপুরের নিজ বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করলে তানজিলা তা জানতে পারেন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তাঁদের ঘর থেকে কারো কোনো শব্দ শুনতে না পাওয়ায় সন্তানসহ প্রতিবেশীরা বিষয়টি মিটমাট হয়ে গেছে মনে করে। কিন্তু আজ শুক্রবার দুপুর পর্যন্ত তারা ঘর থেকে বের না হওয়ায় সবার সন্দেহ হয়। পরে ওই ঘরে ঢুকে মুখে বালিশ চাপা দেওয়া তানজিলার লাশ দেখতে পেয়ে তাঁর সন্তানরা বিষয়টি এলাকাবাসীকে জানায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অন্যদিকে পালানোর সময় জেলার কালাই থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কালাই উপজেলা শহর থেকে বাবু সরকারকে আটক করে।
বিকেলে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।