নওগাঁয় গৃহবধূকে জবাই করে হত্যা
নওগাঁ শহরের চকদেবপাড়া মহল্লায় জোসনা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়ার সময় ভাড়া বাসার শয়নকক্ষের মেঝেতে জোসনা বেগমকে হত্যা করা হয়। পারিবারিক কলহের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিল না। জোসনার প্রথম স্বামীর ছেলে বিপ্লব হোসেন ঘটনার সময় শহরের দয়ালের মোড়ে কাজ করছিল। দ্বিতীয় স্বামী জিল্লুর রহমান ঘটনার থেকে পলাতক আছেন বলে জানান ওসি।
পুলিশ দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাইলাল সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।