বরগুনা প্রেসক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক কাদের
বরগুনা প্রেসক্লাবের ৩৮তম বার্ষিক সম্মেলন, সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। দুদিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার শেষ দিনে আজ শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন দৈনিক সৈকত সংবাদের নির্বাহী সম্পাদক মো. জাকির হোসেন মিরাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলা ও দৈনিক জনকণ্ঠের বরগুনা প্রতিনিধি অ্যাড. গোলাম মোস্তফা কাদের।
এর আগে বৃহস্পতিবার সকালে বরগুনা প্রেসক্লাব সভাপতি, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের বরগুনা প্রতিনিধি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব সংলগ্ন হোটেল বে-অব-বেঙ্গল মিলনায়তনে বার্ষিক সম্মেলন ও জেলা সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম এবং জেলা পুলিশ সুপার বিজয় বসাক।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা এবং পৌর মেয়র মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকতার নানাবিধ ঝুঁকিসহ, সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন, দাবি-দাওয়ার বিষয় তুলে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা।
বরগুনা প্রেসক্লাবের ২০১৫ সালের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে সাংবাদিক জাফর হোসেন হাওলাদার, সহসভাপতি সোহেল হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাস এবং অর্থ সম্পাদক পদে আবু জাফর মো. সালেহ নির্বাচিত হন।