নাসিক নির্বাচনে বিএনপি ‘আংশিকভাবে’ সফল : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনো জাতীয় পর্যায়ের ফলাফল বা তার সম্পর্কে কোনো ধারণা করা সঠিক নয়।’ তবে এ নির্বাচনের মাধ্যমে বিএনপি ‘আংশিকভাবে’ সাফল্য পেয়েছে বলে মনে করেন তিনি।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সার্বিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে, তবে এর ভেতর কী হয়েছে তা তদন্ত করছে বিএনপি।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে যা সীমিত পরিসরে সম্ভব নয়। একটা কথা বলতে চাই, এই যে সংগ্রাম চলছে আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার, আমাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনার, সেই সংগ্রামে আজকে কিছুটা হলেও আমরা মনে করি আংশিকভাবে সাফল্য পেয়েছি।’
এদিকে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকারদলীয় প্রার্থী পুলিশ প্রশাসনসহ অনেক সুবিধা পেয়েছেন।
মওদুদ আহমদ বলেন, ‘সুবিধা, অসুবিধার দিক দিয়ে যদি বিচার করে দেখেন, তাহলে দেখবেন যে এখানে আমাদের অনেক অসুবিধা ছিল, আমাদের বিপরীতে যিনি প্রার্থী ছিলেন তাঁর অনেক সুবিধা ছিল। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় যে সবাই সমান সুযোগ পাবে, সেটা নেই।’
মওদুদ আহমদ বলেন, ‘সত্যিকার অর্থে যদি নারায়ণগঞ্জের জনগণের সমর্থনে যেহেতু তাঁদের প্রার্থী জয়লাভ করেছেন, সেহেতু তাঁদের তো আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশাসন ছেড়ে দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করে দিয়ে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়ে আসেন আমরা একটি নির্বাচন করি।’
নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করতে রাষ্ট্রপতির নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশন যতই শক্তিশালী করা হোক না কেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন কখনই স্বাধীন, নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।’