বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উৎসব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/25/photo-1482674751.jpg)
নোয়াখালীর প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়শনের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা বসে। বিদ্যালয়টি ১৮৫৭ সালে স্থাপিত হয়।
আজ রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের সাবেক ছাত্র নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরন মিলনমেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন ও বিএনপির সাবেক চিফ হুইপ বিদ্যালয়ের সাবেক ছাত্র জয়নুল আবদিন ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোব গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক ছাত্র হারুনুর রশিদ।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সৌহার্দ্য বিনিময়, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে ব্যান্ড নগর বাউলের শিল্পী জেমস গান পরিবেশন করেন।