সারভাইভ করার পথ খুঁজছে বিএনপি
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি তাদের ভুল রাজনীতির জন্য এখন অনুশোচনা করছে। এতদিন তারা ভুল পথে হেঁটে এখন নতুন পথ খুঁজছে, কী করে সারভাইভ (টিকে থাকা) করা যায়।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কামরুল ইসলাম এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য হাজি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।
বর্ধিত সভা থেকে নেতারা আগামীকাল ২৯ মে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলের সব নেতাকর্মীকে উপস্থিত থাকতে আহ্বান জানান।
আগামীকাল ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার না নিয়ে আসার আহ্বান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘এদিন প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার মধ্য দিয়ে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ যা বলে তা-ই করে। আওয়ামী লীগের দ্বারা ভালো সবকিছু সম্ভব। আমরা কোনো কিছুতে ভয় পাই না।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা একটা সৃষ্টিশীল ও রুচিশীল অনুষ্ঠান উপহার দিতে চাই, যেন দেশ-বিদেশের মানুষ তন্ময় হয়ে তাকিয়ে থাকে। সংবর্ধনাস্থলে কোনো ব্যানার ঢুকবে না। আগের রাতে কেউ পোস্টার লাগালেও তা খুলে ফেলা হবে।’