নবীগঞ্জে এনটিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ১
হবিগঞ্জে এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনুর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে আহত করা হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় তছনুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালায়। স্থানীয় লোকজন হামলার অভিযোগে আবুল হোসেন (২৫) নামের একজনকে পুলিশের হাতে সোপর্দ করে। অন্যারা পালিয়ে যায়। পুলিশ হামলায় ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু মোটরসাইকেলযোগে নিজ এলাকা কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রাম থেকে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহে বিজনারপাড়ে যান। পথে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে একটি ট্রাক্টর যোগে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।
মোটরসাইকেলসহ তছনুকে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা রামদা ও পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা ব্যাগে থাকা একটি ভিডিও ক্যামেরা, একটি ল্যাপটপ, একটি ডিএসএলআর ক্যামেরা ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের হাতে আবুল হোসেনকে তুলে দেয় লোকজন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করেছে এবং হামলাকারীদের ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়।’