ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ
মাগুরা-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারে বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ করেছে নির্বাচিন কমিশন (নিক)।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার সরকারি সুবিধা ব্যবহার করে সার্কিট হাউস ব্যবহার করে এবং প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন নিক সচিব মো. সিরাজুল ইসলাম।
সূত্র জানায়, গত সোমবার পাঠানো ওই চিঠিতে নিক সচিব লিখেছেন, ‘গত ২১ মে থেকে ২৩ মে মাগুরা সার্কিট হাউসে অবস্থান করেন প্রতিমন্ত্রী, যা আচরণবিধির ১৪ (৬) ধারার লঙ্ঘন।’
বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য ওই চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাকে অনুরোধও করেছেন নিক সচিব।
আগামী ৩০ মে মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, এনপিপি, বিএনএফ ও স্বতন্ত্র মিলিয়ে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়। এ আসনে ১৪০টি ভোটকেন্দ্র আছে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৩ হাজার ১৪৪টি।