কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/30/photo-1483118234.jpg)
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাটে আজ শুক্রবার সাত শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাটে সাত শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ফরকেরহাট কেরামতিয়া দ্বিমুখী হাইস্কুল মাঠে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. মাহবুবুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম শাখার সভাপতি আহসানুল কবির আদিলসহ অন্য সদস্যরা।
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন ছয় বছর ধরে কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে।