কলাপাড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মনির তালুকদারকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার অভিযোগে এখনো কাউকে আটক করেনি পুলিশ।
নিহত মনির তালুকদারের ভাই মন্টু তালুকদার এনটিভিকে বলেন, আজ বেলা ৩টায় মনির তালুকদার আমতলী উপজেলার তারিকাটা বাজারের দিকে যাচ্ছিল। ঘণ্টাখানেক পরই ইসলামপুর গ্রামের সুলতান গাজী ও ভদ্দর বাড়ির মাঝামাঝি এলাকায় মনিরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, ১০-১২ জন মনিরকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় লোকজন মনিরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়।
মনির তালুকদারের স্ত্রী মনিরা সুলতানা অভিযোগ করেন, মনিরের ফুপাতো ভাই আবদুল হাই তালুকদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা জড়িত। মনিরা এনটিভিকে জানান, এর আগেও মনিরকে কয়েকবার মারার জন্য চেষ্টা করা হয়েছে। এই ভয়ে তিনি বেশ কিছুদিন ঢাকায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সঙ্গে জড়িতদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।’