ভুরুঙ্গামারীতে চাঁদা না পেয়ে গরু ছিনতাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/02/photo-1483360361.jpg)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাঁদা না দেওয়ায় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মাইদাম গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ওই গ্রামের ইউসুফ আলী (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের আবুল হক ও ময়নাল নামের দুই ব্যক্তি বিক্রির জন্য পাঁচটি গরু নিয়ে ভুরুঙ্গামারী আসছিলেন। পথে মইদান গ্রামের শরিফুল কবির মনুসহ কয়েকজন তাঁদের পথ আটকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ওই দুই ব্যক্তিকে মারধর করে পাঁচটি গরু ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় আবুল হকের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে রাতে ভুরুঙ্গামারী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে পুলিশ ইউসুফ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।