নরসিংদীতে পুলিশি বাধায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/05/photo-1483620899.jpg)
নরসিংদীতে আজ বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ছবি : এনটিভি
নরসিংদীতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলটি কিছু দূর এগুলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।