গাংনীতে অবরুদ্ধ বিএনপির সভা কার্যালয়ে

পুলিশি বাধায় বের হতে না পেরে আজ বৃহস্পতিবার কার্যালয়ের ভিতরেই সভা করে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কোনো মিছিল বের করতে পারেনি মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। কিন্তু সকাল থেকেই দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। ফলে তারা আর মিছিল নিয়ে বের হতে পারেনি।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।