বরগুনায় ইউএনওর করা মামলা প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ
বরগুনার বামনা উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শনিবার বেলা ১১টায় বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় তাঁরা ইউএনওর করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বামনার ইউএনও মো. মনির হোসেন হাওলাদার গত ২ জানুয়ারি বামনা থানায় মামলাটি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলতা ডৌয়াতলা বহুমুখী সমবায় মাধ্যমিক বিদ্যালয় এবং ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনের মাঠে দীর্ঘদিন ধরেই নিয়মিত গরুর হাট বসত। হাটের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় আন্দোলন করেন স্থানীয়রা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বরগুনা জেলা প্রশাসন হাটটি অন্যত্র সরিয়ে নেয়। এরপর কয়েকদিন আগে বামনার সদ্য বিদায়ী ইউএনও মনিরুল হোসেন হাওলাদার স্থানীয় কিছু ব্যক্তিকে ওই মাঠে স্থাপনা নির্মাণের জন্য ডিসিআর (নামজারির খতিয়ান সংগ্রহের জন্য ফি) দেন।
এ ঘটনার প্রতিবাদে গত ৩১ ডিসেম্বর ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন ও থুতু নিক্ষেপ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। তবে কর্মসূচির সময় বরগুনা-২ আসনের সংসদ সদস্য সওকত হাচানুর রহমানের নির্দেশে ওই মাঠে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় ইউএনও মনির হোসেন হাওলাদার তাঁর শেষ কার্যদিবসে হলতা ডৌয়াতলা বহুমুখী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খান, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানসহ ১১ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।