মৌলভীবাজারের কুদালিছড়া খাল খনন শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/07/photo-1483808353.jpg)
মৌলভীবাজার কুদালিছড়া খাল খননকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। ছবি : এনটিভি
জলাবদ্ধতা নিরসনে ৫৩ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার শহর দিয়ে বয়ে যাওয়া কুদালিছড়া খাল পুনরায় খননের কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
আজ শনিবার দুপুরে শহরের কোদালিপুল এলাকায় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজালাল, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিএডিসির কর্মকর্তারা জানান, বিএডিসির সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১০ ফুট গভীর ও ৪০ ফুট প্রশস্ত সাড়ে পাঁচ কিলোমিটার খাল খনন করা হবে।
কাজটি বাস্তবায়ন হলে জেলা শহর ও সদর উপজেলার পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন এবং ফসল চাষাবাদের দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে। মৌলভীবাজার সদর উপজেলা ও পৌরসভা স্থানীয়ভাবে কাজটির তদারকি করছে।