সমাজসেবক ইয়াহিয়া মুজাহিদ আর নেই
মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সহসভাপতি আবু মোহাম্মদ ইয়াহিয়া মুজাহিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার ভোরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তিনি মারা যান। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল ৫টায় মৌলভীবাজার শহর ঈদগাহ মাঠে জানাজা শেষে সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগার পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, আবু মোহাম্মদ ইয়াহিয়া মুজাহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, ভারপ্রাপ্ত অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, লেখক ও গবেষক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।