কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় পশু আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/11/photo-1484154484.jpg)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চারটি স্থানে অভিযান চালিয়ে এসব গরু ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এর মধ্যে রাত সোয়া ১টায় উপজেলার শালঝোড় বিওপির নায়েক মো. রেজাউল করিমের নেতৃত্বে টহল দল একটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের মেইন পিলার ৯৮৮-এর ৩-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা এলাকা থেকে নয়টি গরু আটক করে। আটক গরুগুলোর দাম হবে তিন লাখ ৭০ হাজার টাকা।
অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপির নায়েব সুবেদার মো. কোরবান আলীর নেতৃত্বে গাবতলা এলাকা থেকে সাতটি গরু আটক করে বিজিবি টহল দল। আটক সাতটি গরুর ধরা হয়েছে তিন লাখ পাঁচ হাজার টাকা।
এ ছাড়া ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির নায়েক মো. কাঞ্চন মোল্লার নেতৃত্বে অভিযান চালায় বিজিবি টহল দল। এ সময় মেইন পিলার ৯৪৫-এর ৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম অনন্তপুর এলাকা থেকে ৯০ বোতল স্কাপ সিরাপ জব্দ করেছে।
৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বলেন, জব্দ করা সিরাপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে এবং গবাদি পশু কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম করা হবে।