বিরোধী দলকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

দশম জাতীয় সংসদের বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বর্তমান সরকারের মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। বিরোধীদলকে ধন্যবাদ, তারা বিভিন্ন বিষয়ে তাদের অভিমত দিচ্ছে, আলোচনায় অংশ নিচ্ছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছি। কয়েক ধাপে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন হয়েছে। স্থানীয় সরকারের প্রতিটি স্তরেই সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের শীর্ষ-স্থানীয় দেশগুলোর অন্যতম। রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে নারীর অবস্থানের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ।’
দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ এই সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।
জাতীয় সংসদের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সংসদে ৩৫০টি আসনের (সংরক্ষিত মহিলা আসন ৫০টিসহ) মধ্যে ২৭৪টিই আওয়ামী লীগের। প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৪০টি, জাতীয় পার্টি-জেপির দুটি ও বিএনএফের একটি আসন রয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ১৬ জন। আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতটি, জাসদের ছয়টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের দুটি আসন রয়েছে। আসন শূন্য রয়েছে দুটি।