জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, ১০ জন গুলিবিদ্ধ
হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশত লোক আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯৮টি শটগানের গুলি ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
পুলিশ ও আহত সূত্র জানায়, আজ বিকেলে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে রিচি গ্রামের আগুন কোনা এলাকার দিদার আলী মাস্টার ও সামছু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ইউপি সদস্য আনোয়ার হোসেন সাজু ও কাজল আহমেদ, সিরাজুল ইসলাম শান্ত, লুকুছ মিয়া এবং তাজুল ইসলামকে সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মিঠুন দেব তাদের রেফার্ড করেন।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় অনু মিয়া, জুনায়েদ মিয়া, মালেক মিয়া, সামছুল মিয়া, আহাম্মদ আলী, আব্দুল মন্নাফ, ইলিয়াছ মিয়া, আনোয়ার মিয়া, হাদিস মিয়া, খালেক, শাহীন, ছালেক, জিতু মিয়া, সিজিল মিয়া, আক্তার হোসেন, তিতু মিয়া, জয়নাল আহমেদ, আলকাছ মিয়া, আব্দুল হান্নান, আবিদ মিয়া, মতলিব, বাছির, মোশারফ, জজ মিয়া, কাওছার মিয়া, মতিন মিয়া, জমসেদ, শুভ, সাহেদ, ফারুক, সামছু মিয়া, আকছির মিয়া, মিজান মিয়া, সজল মিয়া, শাহীন মিয়া, মোতালিব, ছালেহ উদ্দিন, আওয়াল ও আব্দুল জব্বারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. মিঠুন দেব রোগীদেরকে রেফার্ড ও ভর্তির কথা স্বীকার করেন।
যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, জমিতে সেচ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৯৮টি গুলিবর্ষণ ও সাতটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
কতজন গুলিবিদ্ধ হয়েছে জানতে চাইলে ওসি জানান, যেহেতু পুলিশ গুলিবর্ষণ করেছে সেহেতু কিছু লোক গুলিবিদ্ধ হতেই পারে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, তা পুলিশের জানা নেই।