মানবতাবিরোধী রামপাল কিছুতেই নয় : বিএনপি
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে প্রাকৃতিক রক্ষাবর্ম সুন্দরবনের জন্য ‘ক্ষতিকর এবং মানবতাবিরোধী’ উল্লেখ করে এটি বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাকির উদ্দেশে দেওয়া ভাষণের জবাবে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে দেওয়া বিভিন্ন তথ্য খণ্ডন করেন। পাশাপাশি বিএনপির আমলের অর্থনৈতিক-সামাজিক খাতের অগ্রগতির তথ্য সন্নিবেশ করা হয় এতে।
বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘২০২১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের আরো বিদ্যুতের প্রয়োজন। তাই বলে ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের প্রাকৃতিক ঢাল সুন্দরবন বিধ্বংসী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কিছুতেই নয়।’
‘পরিবেশ বিনষ্টকারী ও সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিশ্ব জনমত যখন একাট্টা, সরকার তখন আরো বিদ্যুৎ উৎপাদনের নামে রামপাল প্রকল্প বাস্তবায়নে একগুয়ে হয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা পুনরায় এই মানবতাবিরোধী প্রকল্প থেকে সরে আসার জোর দাবি জানাচ্ছি’, যোগ করেন বিএনপি মহাসচিব।
এ সময় মির্জা ফখরুল আরো দাবি করেন, বিএনপির আমলেই বিভিন্ন প্রকল্প গ্রহণ করে বিশেষ করে ‘ইডকলের’ মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম বসানোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হয়। দুই লাখ সোলার লাগানোর পর খালেদা জিয়া তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
‘ওই ধারাবাহিকতায় সোলার হোম সিস্টেমের কাজ চলছে যাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা উদ্বিগ্ন কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের নামে জনগণের পকেট কেটেই চলেছে।’