সিলেট সীমান্তে আটটি ‘হাই এক্সপ্লোসিভ’ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে আটটি ‘হাই এক্সপ্লোসিভ’ বা উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এগুলো দিয়ে বোমা তৈরি করা যায়।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর সীমান্তে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তিনটি ৫০০ গ্রাম জিরার প্যাকেট থেকে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। পরে বিজিবির কোম্পানি কমান্ডার আবদুর রশিদের নেতৃত্বে শ্রীপুর ক্যাম্পে বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে বিজিবি-৫-এর কমান্ডিং অফিসার আবদুর রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি সেখানে গিয়ে সন্ধ্যা পর্যন্ত থেকে রাতে সিলেটে বিজিবির প্রধান কার্যালয়ে নিয়ে আসেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরকদ্রব্য এনেছে।