পাকিস্তান রপ্তানি করে জঙ্গি, আমরা করি পোশাক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/14/photo-1484413678.jpg)
পাকিস্তানকে ‘জঙ্গিরাষ্ট্র’ উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পাকিস্তান রপ্তানি করে জঙ্গি আর আমরা রপ্তানি করি পোশাক, জাহাজসহ অনেক কিছু। যারা ওই অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী তারা সে দেশে চলে যেতে পারেন।’
আজ শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনির ভূরঘাটায় জঙ্গিবাদবিরোধী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় শাজাহান খান বলেন, আগামীকাল রোববার কাওরাকান্দি ঘাট কাঁঠালবাড়ীতে স্থানান্তরিত হবে। এতে নৌপথের পাঁচ কিলোমিটার দূরত্ব কমে যাওয়ায় সহজেই ঢাকা পৌঁছা যাবে।
পথসভায় আরো বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি খায়রুল আলম নিটুল খন্দকার প্রমুখ।